জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যোগা শুধু শরীর মন সুস্থ রাখে না। যোগা খেলাধুলার একটা বড় অংশ। খেলাধুলায় নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে যোগা একটা বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। ২১ জুন যোগা দিবস পালন করা হলেও দৈনদ্দিন জীবনে যোগাকে শামিল করা হচ্ছে না। তাই সকলের চেষ্টা যাতে থাকে দৈনদ্দিন জীবনে কম সময়ের জন্যও যোগাকে শামিল করার। বিশ্ব যোগা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বললেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়।
প্রতিবছর ২১ জুন বিশ্ব যোগা দিবস পালন করা হয়। এবছর দশম যোগা দিবস। সারা দেশের সঙ্গে রাজ্যেও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপন করা হবে। এদিন সকালে রাজধানীতে হয় রেলি। রাজ্য আয়ুস মিশন, পশ্চিম জেলা যোগা এসোসিয়েশনের যৌথ উদ্যোগে হয় রেলি। এদিন মেলারমাঠ এগিয়ে চলো সংঘের প্রাঙ্গণে হয় অনুষ্ঠান।
পরে রাজপথে বের হয় রেলি। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এতে অংশ নেন ছোট ছোট ছেলে-মেয়েরা সহ বিভিন্ন পেশার মানুষ। রেলিতে উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সঞ্জিব দেববর্মা, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা রাজীব দত্ত, যুগ্ম অধিকর্তা বিনয় ভৃষন দাস সহ অন্যানরা। এদিন রেলিকে কেন্দ্র করে বেশ সাড়া পড়ে।
Leave feedback about this