2024-12-18
agartala,tripura
রাজ্য

বিশ্ব মাতৃ দিবসে মায়েদের প্রতি সম্মান জানালো কল্যাণ সমিতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মায়েদের প্রতি সম্মান জানিয়ে বিশ্ব মাতৃ দিবস রাজ্যের বিভিন্ন প্রান্তে পালন করা হয় বিভিন্ন সংস্থার তরফে। আগরতলা বড়দোয়ালি কল্যাণ সমিতির উদ্যোগেও এই দিবসে হয় অনুষ্ঠান। রবিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে এলাকার মহিলাদের সংবর্ধনার ব্যবস্থা করা হয় সমিতির হলঘরে।

উপস্থিত ছিলেন পুর নিগমের কর্পোরেটর অভিজিৎ মল্লিক, কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী, বিজেপি টাউন বড়দোয়ালি মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা, বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, কল্যাণ সমিতির সম্পাদক শ্যামল কুমার দেব সহ অন্যরা।

এদিন অতিথিরা মায়েদের উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করেন। তাদের হাতে তুলে দেন সারদা দেবীর প্রতিকৃতি।এতে খুশি মহিলারা।কল্যাণ সমিতির সম্পাদক জানান, পারিবারিক জীবনে মায়েরা অগ্রণী ভূমিকা নিয়ে থাকেন। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় মায়েরা নেত্রিত্ব দিচ্ছেন। তাই তাদের এই ভূমিকাকে সম্মান জানিয়ে এই কর্মসূচী।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service