জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিশ্ব জনজাতি দিবস উপলক্ষ্যে এক বিশাল শোভাযাত্রা করা হয় লেম্বুছড়ায়। ৯ আগস্ট বিশ্বের জনজাতিদের আন্তর্জাতিক বা বিশ্ব জনজাতি দিবস পালন করা হয়।শুক্রবার ৯ আগস্ট ২০২৪ বিশ্ব জনজাতি দিবস উৎযাপন উপলক্ষ্যে এক বিশাল শোভাযাত্রা করা হয় লেম্বুছড়া এলাকায় তিপ্রা মথা দলের উদ্যোগে।
এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, এডিসির পি ডব্লিউ ডি দপ্তরের কার্যনির্বাহী সদস্য রুণিয়েল দেববর্মা সহ অন্যান্যরা।এই সময় মন্ত্রী রতন লাল নাথ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন বিশ্বের বিভিন্ন বিষয়ে জনজাতিদে বিশেষ অবদান রয়েছে এবং জনজাতিদের এই অবদানকে মান্যতা দিতে এবং মূল্যায়নের লক্ষ্যে রাষ্ট্রসংঘ ৯ আগস্ট আন্তর্জাতিক জনজাতি দিবস।
পাশাপাশি এডিসির পি ডব্লিউ ডি দপ্তরের কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্ব জনজাতি দিবস উৎযাপন উপলক্ষ্যে এই শোভাযাত্রা নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন
Leave feedback about this