জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিবছর ২৩ জুন বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বিশ্ব অলিম্পিক দিবস উদযাপন করা হয়। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। একতা ও শান্তির জন্য অলিম্পিক। এই আহ্বানে এবছর বিশ্ব অলিম্পিক দিবস সারা দেশের সঙ্গে ত্রিপুরায়ও উদযাপন করা হয়। রবিবার সকালে আগরতলা হয় বর্ণাঢ্য রেলি ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের তরফে। এদিনের রেলিতে অংশ নেন অলিম্পিক এসোসিয়েশনের অধীন বিভিন্ন ক্রীড়া সংগঠনের সদস্যরা এবং খেলোয়াড়রা।
রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে বের হয় রেলি। শহরের বিভিন্ন পথ ঘুরে পুনরায় রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয়। রেলিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশন চেয়ারম্যান রতন সাহা, সাধারণ সম্পাদক সুজিত রায়, ভারপ্রাপ্ত সভাপতি তথা কোচ বিশ্বেশ্বর নন্দী, রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ সহ আরো অন্যান্যরা।রেলি ঘিরে শহরে বেশ সাড়া পড়ে।
খেলোয়ারদের আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যকে সামনে রেখে এবং আসন্ন অলিম্পিক প্রতিযোগিতায় যাতে রাজ্যের খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারে সেই লক্ষ্য নিয়েই এই বিশ্ব অলিম্পিক দিবসের রেলি বলে জানান কর্মকর্তারা।
Leave feedback about this