2024-12-19
agartala,tripura
দেশ রাজনৈতিক

বিশ্বে ভারতের গরিমা আরও বাড়াবে, বিশ্ব আজ অনেক আশা নিয়ে ভারতের দিকে তাকিয়ে : প্রধানমন্ত্রী 

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ থেকে শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন। আর অধিবেশন শুরুর আগে বক্তৃতা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি বিরোধীদের তোপ দেগে সংসদ সচল রাখার বার্তা দেন। তিনি এই শীতকালীন অধিবেশনের সাফল্য কামনা করেন। তিনি বলেন, ‘আশা করছি যে সংসদের এই অধিবেশন সফল হবে। বিশ্বে ভারতের গরিমা আরও বাড়াবে। বিশ্ব আজ অনেক আশা নিয়ে ভারতের দিকে তাকিয়ে। ভারতের প্রতি যে সম্মান বেড়েছে, গুরুত্ব বেড়েছে, তা আরও বাড়ানোর জন্য সেই মতো আচরণ করা উচিত সংসদে। যাতে বিশ্বের কাছে এই বার্তা যায়, সংসদে জনগণের ভাবনাকে গুরুত্ব দেওয়া হয়।’ আগের অধিবেশনে বিরোধীদের হট্টগোল নিয়ে মোদী বলেন, ‘এর আগে যে সময় নষ্ট হয়েছে, সেই ভুল থেকে শিক্ষা নিয়ে যেন আমরা আরও ভালোভাবে সব বিষয় তুলে ধরে আলোচনা করি সংসদে।’

এদিকে ভোটে বিরোধীদের হার নিয়ে খোঁচা দিয়ে মোদী বলেন, ‘২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর কয়েকটি রাজ্যে নির্বাচন হয়েছে। সেই রাজ্যগুলি আমাদের সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। আমরা জনতা-জনাদর্নের আশা-আকাক্ষ্মাকে পূরণ করার জন্য পরিশ্রম করে চলেছি। এই আবহে আমি বারংবার বিরোধীদের অনুরোধ করেছি, যাতে তারা শালীনতার সঙ্গে আচরণ করেন। কিন্তু তাদের অনেক সঙ্গী আছেন, যারা কারও কথাই শোনেন না।’ এদিকে সংসদেরনতুন সদস্যরা এই অধিবেশনে নিজেদের বক্তব্য পেশের সুযোগ পাবেন বলে আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘আশা করছি, সকল দলের নতুন সংসদই এবারের অধিবেশনে বক্তব্য রাখার সুযোগ পাবেন। তবে নতুন সাংসদদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সংসদে তাদের বলার সুযোগ দেওয়া হয় না। গণতন্ত্রের কাজই হল আগামী প্রজন্মকে তৈরি করা।

এরপর বিরোধীদের তোপ দেগে তিনি বলেন, ‘বিরোধীরা গণতন্ত্রের সম্মান করে না। তারা জনগণদের প্রতি নিজেদের দায়িত্ব বোঝে না। তাই জনগণ বারবার তাদের প্রত্যাখ্যান করেছে। তাও দুর্ভাগ্যজনকভাবে কিছু মানুষ দেশের জনগণের কথা না ভেবে হই-হট্টগোল করে সংসদ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এদের একমাত্র লক্ষ্যই হল সংসদের পরিচালনা আটকে দেওয়া। দেশের জনগণ সবকিছুর হিসেব রাখছে। যখন সময় আসবে, তখন তারা এর শাস্তি দেবে।’

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service