জনতার কলম ওয়েবডেস্ক :- নারী ওয়ানডে ক্রিকেটে আবারও ইতিহাস গড়লেন ভারতের স্মৃতি মান্ধানা। সর্বশেষ আইসিসি মহিলা ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন এই তারকা ক্রিকেটার। তাঁর রেটিং পয়েন্ট ৮২৮ — দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনারের চেয়ে প্রায় ১০০ পয়েন্ট বেশি।
সম্প্রতি ঘরের মাঠে অনুষ্ঠিত আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের সুবাদে এই সাফল্য এসেছে মান্ধানার ঝুলিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁর দুর্দান্ত ১০৯ রানের ইনিংস এবং বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ৩৪ রানের ইনিংস তাঁকে শীর্ষে উঠতে সাহায্য করেছে। সেপ্টেম্বর ২০২৫-এর আইসিসি নারী মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হন তিনি।
অন্যদিকে তাঁর ওপেনিং পার্টনার প্রতিকা রাওয়ালও র্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন। ৫৬৪ পয়েন্ট নিয়ে উঠে এসেছেন ২৭ নম্বরে। যদিও চোটের কারণে তাঁকে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে যেতে হয়েছে।
বোলারদের তালিকায় ইংল্যান্ডের সোফি একলেস্টোন ৭৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। অস্ট্রেলিয়ার আলানা কিং দ্বিতীয় স্থানে উঠে এসেছেন, আর তাঁর সতীর্থ অ্যাশ গার্ডনার নেমে গেছেন তৃতীয় স্থানে।
স্মৃতি মান্ধানা: ব্যাটার র্যাঙ্কিংয়ে ১ নম্বরে (৮২৮ পয়েন্ট)
অ্যাশলে গার্ডনার: ২ নম্বরে
প্রতিকা রাওয়াল: ২৭ নম্বরে উন্নতি
সোফি একলেস্টোন: বোলার র্যাঙ্কিংয়ে ১ নম্বরে





Leave feedback about this