2026-01-09
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

বিশ্ববন্ধু সেন ছিলেন ধর্মনগরবাসীর প্রাণের মানুষ: শ্রদ্ধাঞ্জলিতে বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গত ২৬ ডিসেম্বর রাজ্য বিধানসভার সম্মানিত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহোদয়ের প্রয়াণ রাজ্যের রাজনৈতিক ও সামাজিক জীবনে এক অপূরণীয় ক্ষতি হিসেবে চিহ্নিত হয়েছে। এক উজ্জ্বল নক্ষত্রের পতনে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা রাজ্য।

আজ ধর্মনগরস্থিত শ্রী শ্রী রামঠাকুর সেবা মন্দিরে প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এই শোকসভায় উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী। তিনি প্রয়াত অধ্যক্ষের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।

এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, “বিশ্ববন্ধু সেন মহোদয় ধর্মনগরবাসীর উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি ছিলেন এই শহরের মানুষের প্রাণের মানুষ। তাঁর আদর্শ, কর্মনিষ্ঠা এবং সাধারণ মানুষের প্রতি অগাধ ভালোবাসা আমাদের সকলের কাছে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

মন্ত্রী আরও বলেন, প্রয়াত অধ্যক্ষের অবদান ও স্মৃতি ধর্মনগরের উন্নয়ন যাত্রায় চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর জীবনদর্শন ও জনসেবার আদর্শ আগামী প্রজন্মের পথচলায় দিশা দেখাবে।

শোকানুষ্ঠানে বিভিন্ন স্তরের মানুষ, বিশিষ্ট নাগরিক ও দলীয় কর্মী-সমর্থকেরা উপস্থিত থেকে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানান।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service