2025-12-15
Ramnagar, Agartala,Tripura
খেলা

বিশ্বকাপ ফাইনালের নায়িকা শেফালি বর্মা, ‘আইসিসি মহিলা প্লেয়ার অফ দ্য মান্থ’ সম্মানে ভূষিত

জনতার কলম স্পোর্টসডেস্ক :- ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা নভেম্বর ২০২৫ মাসের জন্য ‘আইসিসি মহিলা প্লেয়ার অফ দ্য মান্থ’ সম্মানে ভূষিত হয়েছেন। নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে তাঁর দুর্দান্ত ইনিংসের সুবাদেই এই স্বীকৃতি পেয়েছেন শেফালি।

গত মাসে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে শেফালি ৭৮ বল মোকাবিলা করে ২টি ছক্কা ও ৭টি চারের সাহায্যে করেন ৮৭ রান। এটি বিশ্বকাপ ফাইনালে কোনও ভারতীয় মহিলা ওপেনারের সর্বোচ্চ স্কোর। এই অনবদ্য পারফরম্যান্সের জন্য তাঁকে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নির্বাচিত করা হয়। ফাইনালে ভারত প্রথমবার বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়ে।

নভেম্বর মাসের এই পুরস্কারের দৌড়ে শেফালি থাইল্যান্ডের থিপত্চা পুথাওয়ং এবং সংযুক্ত আরব আমিরশাহির ইশা ওঝাকে পিছনে ফেলেছেন। উল্লেখযোগ্যভাবে, বিশ্বকাপে চোটগ্রস্ত প্রতিকা রাওয়ালের পরিবর্তে দলে সুযোগ পেয়েছিলেন শেফালি। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ১০ রান করলেও ফাইনালে নিজেকে মেলে ধরেন তিনি।

আইসিসির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে শেফালি বলেন,“আমার প্রথম আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের অভিজ্ঞতা যেমনটা ভেবেছিলাম তেমন ছিল না, তবে যেভাবে এই যাত্রার সমাপ্তি হয়েছে, তা আমার কল্পনারও বাইরে। ফাইনালে দলের সাফল্যে অবদান রাখতে পেরে আমি গর্বিত।”

তিনি আরও বলেন,“নভেম্বর মাসের জন্য ‘মহিলা প্লেয়ার অফ দ্য মান্থ’ নির্বাচিত হওয়া আমার কাছে অত্যন্ত সম্মানের। এই পুরস্কার আমি আমার সতীর্থ, কোচ, পরিবার এবং যারা সবসময় আমার পাশে ছিলেন, তাঁদের উৎসর্গ করছি। আমরা দল হিসেবে জিতি এবং হারি—এই পুরস্কারেও সেই কথাই প্রযোজ্য।”

খারাপ ফর্মের কারণে একসময় জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন শেফালি বর্মা। তবে বিশ্বকাপে পাওয়া সুযোগকে পুরোপুরি কাজে লাগিয়ে তিনি সমালোচকদের যোগ্য জবাব দেন। আগামী ২১ ডিসেম্বর থেকে বিশাখাপত্তনমে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে আবারও ভারতীয় জার্সিতে মাঠে নামতে দেখা যাবে শেফালিকে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service