জনতার কলম ওয়েবডেস্ক :- ২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসিকে কি দেখা যাবে? আর্জেন্টিনার জার্সিতে আর একবার মাঠে নামবেন কি তিনি? কাতারে বিশ্বজয়ের পর থেকেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ফুটবল দুনিয়ায়। শুরুতে মেসির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা থাকলেও এখন ছবি অনেকটাই স্পষ্ট। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের চিফ মার্কেটিং অফিসার লিয়ানড্রো পিটারসেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন; ২০২৬ সালে ফিফা বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি।
শুধু খেলবেনই না, দলের অধিনায়ক হিসেবেও থাকবেন এলএম ১০। পিটারসেন বলেছেন, মেসি শারীরিকভাবে দারুণ ফিট। চলতি মরশুমে ওর পারফরম্যান্স নজরকাড়া। আমার দৃঢ় বিশ্বাস, মেসিই হবে বিশ্বকাপের অন্যতম সেরা ফুটবলার।’
এখনও পর্যন্ত মেজর লিগ সকারে ২৯টি ম্যাচে করেছেন ২৪টি গোল, সঙ্গে ৮টি অ্যাসিস্ট। শেষ সাত ম্যাচের ছ’টিতেই জোড়া গোল করে গড়েছেন অনন্য নজির। বয়স বাড়লেও বাঁ পায়ের জাদু কমেনি একটুও; বরং আরও পরিণত হয়েছে মেসির খেলায়। এই পারফরম্যান্সের ভিত্তিতেই মেসিকে ঘিরে নতুন করে ছক কষতে শুরু করেছে আর্জেন্টিনা শিবির। সূত্রের খবর, জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি ইতিমধ্যেই তাঁকে রেখে টিম কৌশল তৈরি করছেন। এদিকে বিশ্বকাপ প্রস্তুতির জন্য মেসির ইউরোপে ফেরা নিয়েও জল্পনা তুঙ্গে। কয়েকদিন আগে প্রাক্তন সতীর্থ এবং বর্তমানে সিরি আ ক্লাব কোমোর ডিরেক্টর সেস্ক ফ্যারেগাসের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। এরপর থেকেই ফের ইউরোপীয় ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
তবে বিষয়টা অতটা সোজা নয়। কারণ, ২০২৬ সালের বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ আমেরিকা। ফলে ইন্টার মায়ামি ও মেজর লিগ সকার কর্তৃপক্ষ চাইছে, মেসিকে বিশ্বকাপের বিজ্ঞাপনমুখ হিসেবে রেখে দলে ধরে রাখতে। তবুও, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে পিটারসেনের বক্তব্যে নতুন করে আশার আলো দেখছেন মেসি-সমর্থকরা। তাঁদের প্রিয় তারকাকে বিশ্বকাপের মঞ্চে, আর্জেন্টিনার জার্সিতে, অধিনায়ক রূপে দেখতে পাওয়ার স্বপ্ন আরও এক ধাপ কাছাকাছি এল। এই বিশ্বকাপই হতে পারে মেসির শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। তাই গোটা ফুটবল দুনিয়া অপেক্ষা করছে; শেষবারের মতো বিশ্বকাপ মঞ্চে মেসির ম্যাজিক দেখার জন্য।
Leave feedback about this