2025-02-12
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

বিশালগড়ে পথ দুর্ঘটনায় আহত ২ জন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর মূল ফটকের সামনে বুধবার দুপুরে ত্রিমুখী যান দুর্ঘটনা ঘটে। তাতে আহত হন ২ জন। আহতদের উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে।

কতব্যরত চিকিৎসক আহত এক মহিলা যাত্রীকে হাঁপানিয়া হাসপাতালেস্থানান্তর করেন জানাযায় বাইক নিয়ে চালক শহিদুল ইসলাম মূল সড়ক থেকে বাইক নিয়ে ঢাকারবাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে বিশ্রামগঞ্জ থেকে দ্রুতগতিতে আসা একটি কমান্ডার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইকে ধাক্কা দেয়।

তারপর রাস্তার পাশে একটি অটো সহ পথচারী মরণী সাহাকে ধাক্কা দেয়। তাতে গুরুতর আহত হন ওই মহিলা। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহাকুমা হাসপাতালে। এদিকে বিশালগড় থানার পুলিশ কমান্ডের গাড়িসহ চালককে আটক করেছে। দুর্ঘটনাগ্রস্ত বাইকটিও উদ্ধার করে বিশালগড় থানার পুলিশ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service