2024-12-18
agartala,tripura
অপরাধ রাজ্য

বিশালগড়ে উদ্ধার ১০ লক্ষ টাকার নেশা সামগ্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উদ্ধার বিপুল পরিমাণ নেশা সামগ্রী । যার বাজার মূল্য হবে আনুমানিক ১০ লক্ষ টাকা । সংবাদে প্রকাশ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশালগড় জাঙ্গালিয়া ফরেস্ট অফিসের পেছনে মামুন মিয়ার বাড়ি থেকে নেশা সামগ্রীগুলি উদ্ধার করেছে পুলিশ । রবিবার রাতে বিশালগড় থানার পুলিশ ও গকুলনগর বিএসএফের উদ্যোগে জাঙ্গালিয়া ফরেস্ট অফিসের পেছনে মামন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমানে নেশা সামগ্রী এস্কপ, ফেন্সি ও নেশার ট্যাবলেট উদ্ধার করেছে।এদিকে আগাম খবর পেয়ে কুখ্যাত নেশা কারবারি মামন মিয়া অপর নেশা কারবাড়ি ভুট্টো ঘটনা স্থল থেকে গা ঢাকা দেয়। এ নিয়ে বিশালগড় থানার ওসি তাপস দাস একটা মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছেন বলে জানায় ।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service