জনতার কলম ওয়েবডেস্ক :- বিশাখাপত্তনমে কোরবা এক্সপ্রেসে লাগল আগুন। রবিবার সকালে বিশাখাপত্তম স্টেশনে দাঁড়িয়ে থাকা কোরবা এক্সপ্রেসে আগুন লেগে যায়। জানা গিয়েছে, তিনটি কামরায় আগুন লেগেছে। কীভাবে আগুন লেগেছে, তা জানা যায়নি। সাদা ধোঁয়ায় ঢেকে গিয়েছে স্টেশন। ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল। আগুন নিভিয়ে ফেলেন রেলকর্মীরা।
এএনআই সূত্রের খবর, বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার শঙ্খব্রত বাগচি জানিয়েছেন, সকাল সাড়ে সাতটা নাগাদ বিশাখাপত্তনম রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা তিরুমালা এক্সপ্রেসের কামরায় আগুন লাগে। সেই সময় ট্রেনের কামরায় কেউ ছিলেন না। সেই কারণেই হতাহতের সংখ্যা নেই বলে জানিয়েছেন তিনি।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় FIR দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে ফরেন্সিক বিশেষজ্ঞদের ডাকা হয়েছে। ফরেন্সিক পরীক্ষার পরেই আগুন লাগার কারণ সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
Leave feedback about this