2025-11-15
Ramnagar, Agartala,Tripura
Uncategorized রাজনৈতিক রাজ্য

বিরসা মুন্ডার ১৫১তম জন্মদিবসে ত্রিপুরায় জন অধিকার সুরক্ষা কমিটির শ্রদ্ধাঞ্জলি

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-আদিবাসী কৃষক বিদ্রোহ ‘উলগুলান’-এর মহানায়ক, জল–জঙ্গল–জমির অধিকার রক্ষার পথিকৃৎ শহীদ বিরসা মুন্ডার ১৫১তম জন্মদিবস উপলক্ষে সারা দেশের মতো ত্রিপুরাতেও পালিত হলো শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। শুক্রবার সকালে আগরতলার কর্ণেল চৌমুহনীতে ‘অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি’র রাজ্য শাখার উদ্যোগে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে শহীদ বিরসা মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান কমিটির রাজ্য নেতৃত্ব। এরপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কমিটির ত্রিপুরা রাজ্য শাখার আহ্বায়ক মলিন দেববর্মা। তিনি বলেন,

“দেশ স্বাধীন হওয়ার ৭৮ বছর পরেও অরণ্যের ওপর নির্ভরশীল আদিবাসীদের স্বার্থ আজও সুরক্ষিত নয়। সংবিধানপ্রদত্ত অধিকারের বহু অংশ ক্রমে খর্ব করা হচ্ছে। বিভিন্ন রাজ্যে বনবাসীদের উচ্ছেদ করে বিশাল বনভূমি কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হচ্ছে, যা গভীর উদ্বেগের বিষয়।”

তিনি আরও জানান, আদিবাসী ও বনবাসীদের জল–জঙ্গল–জমির ঐতিহ্যগত অধিকার রক্ষায় দেশব্যাপী আন্দোলনকে শক্তিশালী করতে গড়ে উঠেছে ‘অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি’। শহীদ বিরসা মুন্ডার আদর্শে অনুপ্রাণিত হয়ে ত্রিপুরার বনবাসীদেরও নিজেদের জমি-জঙ্গলের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আদিবাসী সমাজের প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের সদস্য ও সমর্থকেরা। শ্রদ্ধাঞ্জলি সভার মধ্য দিয়ে শহীদ বিরসার সংগ্রামী জীবনাদর্শের প্রতি নতুন করে সম্মান প্রদর্শন করা হয়।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service