জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দাবি আদায়ে আওয়াজ তুললেন ব্যাংকার পেনশনাররা। কোঅরডিনেসন অফ ব্যাংক পেনশনার্স এন্ড রিটায়ার্ড অর্গানাইজেশন বৃহস্পতিবার আগরতলার গ্যারাডাইস চৌমুহনীতে ব্যাংক পেনশন ও ফ্যামিলি পেনশনভোগীদের পেনশন পূর্নমূল্যায়ন সহ বিভিন্ন দাবীতে গণঅবস্থান পালন করে। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ৫ ঘন্টা গণঅবস্থান চলে। তাদের মূল দাবি পেনশন পূর্নমূল্যায়ন করতে হবে।
তাছাড়া অন্যান্য দাবিগুলির মধ্যে রয়েছে আই বি এ গ্রুপ মেডিক্যাল ইন্সুরেন্স প্রিমিয়াম পেনশনভোগীদের জন্য নিজ নিজ ব্যাংকগুলোকে বহন করতেহবে। এপেক্স লেভেল পেনশনভোগী সংগঠনকে পরামর্শদায়ক অধিকার দিতে হবে। দশ বছর পরেই কম্যুটেশন রেস্টোর করতে হবে। স্পেশাল এলাউন্সকে পেনশন ও গ্রেচুইটির সাথে যুক্ত করতে হবে।ব্যাঙ্ক বেসরকারিকরণ বন্ধ করা সহ আরো কিছু দাবি তোলা হয়। এই কর্মসূচিতে অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীদের ভালোই উপস্থিতি লক্ষ করা গিয়েছে।
Leave feedback about this