2025-10-21
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

বিপ্লব দেবের তোপ: কমিউনিস্টরা সন্ন্যাসী রাবনের মতো মানুষের সাথে প্রতারণা করে

জনতার কলম আগরতলা প্রতিনিধি:- দক্ষিণ ত্রিপুরার মুহুরীপুরে সোমবার অনুষ্ঠিত ১৯তম রাজ রাজেশ্বরী পর্যটন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ বিপ্লব কুমার দেব কমিউনিস্ট শাসনকে রাবনের সঙ্গে তুলনা করে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “রাবন সন্ন্যাসীর ভান করে সীতাকে হরণ করেছিল। ঠিক তেমনই কমিউনিস্টরাও মানুষের কাছে ভান দেখিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিল করে। তাদের ফাঁদে পা দিলে তারা প্রকৃত রূপে লঙ্কায় নিয়ে যায়।”

তিনি আরও অভিযোগ করেন, কমিউনিস্টরা ত্রিপুরার মানুষকে গরিব করে রেখেছে এবং ৩৫ বছরের শাসন ক্ষমতার পরও সাধারণ মানুষের কল্যাণে কিছু করেনি। বিপ্লব দেব উল্লেখ করেন, ২০১৬ পর্যন্ত রাজ্যের বাজেট ছিল মাত্র ১৫ হাজার কোটি টাকা, যা বর্তমান সরকার প্রায় সাত বছরের মধ্যে প্রায় দ্বিগুণে উন্নীত করেছে।

মন্দির উন্নয়ন নিয়ে তিনি জানান, রাজ রাজ্যেশ্বরী মন্দিরের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রায় ১০ কোটি ২৮ লক্ষ টাকা প্রস্তাব পাঠানো হয়েছে। এছাড়া বিলোনিয়া যোগমায়া কালী মন্দির এবং সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালী মন্দিরের জন্যও প্রায় ৩০ কোটি টাকার প্রস্তাব প্রস্তুত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী বছর দীপাবলীর মধ্যে এই প্রকল্পগুলোর কাজ শুরু হবে।

পশ্চিমবঙ্গ প্রসঙ্গে তিনি বলেন, “একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকলেও পশ্চিমবঙ্গের ঐতিহ্য ও সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ২০২৬ বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরিবর্তন আসবে এবং বিজেপি ক্ষমতায় ফিরে আসবে।”

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service