জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোপন খবরের ভিত্তিতে বুধবার রাত নয়টা নাগাদ চুরাইবাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার এবং ইয়াবা ট্যাবলেট সহ এক টমটম চালককে আটক করতে সক্ষম হয়। ওসি সমরেশ দাস জানান ধৃত টমটম চালক দীর্ঘদিন থেকেই তাঁর টিআর০৫ ২১৪৯ নম্বরের টমটম গাড়ি দিয়ে বিভিন্ন এলাকা ঘুরে নেশা সামগ্রী বিক্রি করে আসছে।
ধৃত চালকের নাম ইসলাম উদ্দিন পিতা মৃত মসব আলি,বাড়ি উত্তর ফুলবাড়ী গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ড এলাকায়। এদিন তার কাছ থেকে প্রায় দুই লক্ষ টাকার নেশা সামগ্রী সহ টমটম গাড়ি টি আটক করে চুরাইবাড়ি থানায় নিয়ে আসা হয়। পাশাপাশি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রজু করেছে সানীয় পুলিশ। আজ বৃহস্পতিবার ধৃত ইসলাম উদ্দিন কে পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে প্রেরন করা হয়।
Leave feedback about this