জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মণ্ডল কমিশনের চেয়ারম্যানকে জন্মদিনে শ্রদ্ধা জানাল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ও বি সি ডিপার্টমেন্ট। রবিবার উনার ১০৬ তম জন্মবার্ষিকী প্রদেশ কংগ্রেস ভবনের সামনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, ওবিসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ সহ অন্যরা।
এদিন তারা মন্ডল কমিশনের চেয়ারম্যান বিন্দেশ্বরী প্রসাদ মন্ডলের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, জাত গণনার জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধী বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন। দেশের পশ্চাৎপদ মানুষ যাতে কোনোভাবেই বঞ্চনার শিকার না হয়। তারা যাতে তাদের সমস্ত অধিকার সঠিকভাবে ব্যবহার করতে পারে তার জন্য এই জাত গণনা দাবি করেছেন রাহুল গান্ধী।
Leave feedback about this