জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে অতিভারী বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় সাধারন মানুষের পাশাপাশি নির্মাণ শ্রমিকগণও ব্যাপক ক্ষতির সম্মুখীন। এই বন্যার ফলে টানা ৮ দিন বন্ধ ছিল তাদের রোজগার।
নির্মান শ্রমিকদের এই শোচনীয় পরিস্থিতি থেকে মুক্তি দিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড এর সেস ফান্ড থেকে সকল ক্ষতিগ্রস্থ নথিভুক্ত নির্মাণ শ্রমিক পরিবারকে এককালীন ৪০০০/- টাকা করে আর্থিক সহায়তা প্রদান করার ব্যবস্থা করা হয়েছে।
এই বিপর্যয়ের সময়ে তাদের পরিবারের পাশে মানবিক দৃষ্টিকোণ নিয়ে দাঁড়ানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
Leave feedback about this