2024-12-16
agartala,tripura
রাজ্য শিক্ষা

বিপজ্জনক অবস্থায় রয়েছে রাজধানীর ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম স্কুলের খেলার মাঠটি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-সুশাসনের রাজ্যের রাজধানীতে শিক্ষা প্রতিষ্ঠানের কি হাল। স্কুলের মাঠ সন্ধ্যের পর চলে যায় নেশাখোরদের দখলে। বিপজ্জনক অবস্থায় রয়েছে রাজধানীর ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম স্কুলের খেলার মাঠটি। দীর্ঘদিন ধরে স্কুলের মাঠটি অযত্নে পড়ে রয়েছে। তার উপর প্রতিদিন সন্ধ্যার পর থেকে স্কুলের মাঠে বসে মদের আসর।

ফলে স্কুল মাঠে ছড়িয়ে রয়েছে নেশা সামগ্রীর সরঞ্জাম। প্রতিদিন স্কুলে এসে ছাত্র ও অভিভাবকরা এই বিষয়টি প্রত্যক্ষ করে শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন।

অভিভাবকদের মতে যেভাবে বিভিন্ন কাঠের টুকরো, মদের বোতল, লোহা সহ বিভিন্ন সামগ্রি মাঠে পড়ে রয়েছে তাতে যেকোনো সময় বড়সড় অঘটন ঘটতে পারে। এই বিষয়ে তারা বহুবার শিক্ষা দপ্তরকে জানিয়েছে। অবিলম্বে মাঠটি পরিষ্কার করে খেলার উপযোগী করে তোলার দাবি জানান অভিভাবকরা। দপ্তর এদিকে নজর দেয় কিনা তাই দেখার।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service