2024-12-18
agartala,tripura
রাজ্য

বিধ্বংসী অগ্নিকান্ডে ভস্মিভূত তেলিয়ামুড়া বাজারের ছয়টি দোকান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  বিধ্বংসী অগ্নিকান্ডে সম্পূর্ণ ভস্মিভূত তেলিয়ামুড়া বাজারের ছয়টি দোকান। স্থানীয় জনগণ ও দমকল বাহিনীর তৎপরতায় অল্পতে রক্ষা পেলো গোটা বাজার। রবিবার বিকাল চারটা নাগাদ এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনা তেলিয়ামুড়া থানার ঠিক উল্টো দিকে উত্তর বাজার ঢুকতেই বাদিকে প্রতিষ্ঠিত ভুসি মালের ব্যবসায়ী প্রবীর সাহার দোকান থেকে আগুনের সূত্রপাত । দোকানের পেছন দিকে আগুন জ্বলতে দেখে সাথে সাথে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়া হয়। অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি আসতে খানিকটা দেরি হওয়ায় আস্তে আস্তে আগুন ছড়িয়ে পড়ে। প্রবীর সাহার দোকানের দোতলায় বেআইনিভাবে মজুত করে রাখা বাজি ও তেলের ড্রামে আগুন লেগে যায় বলে খবর। বাজি অনবরত ফুটতে থাকায় আগুন ছড়িয়ে পড়ে পাশের প্রদীপ সাহা ও মনোরমা ভ্যারাইটিজে। খবর পাঠানো হয় কল্যাণপুর ও খোয়াই দমকল বাহিনীকে। তিনটি ইঞ্জিন প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন আয়ত্তে আনতে সক্ষম হয়। তবে টুটন রায়ের একটি উচু বিল্ডিং গোটা বাজারকে এই বিধ্বংসী অগ্নি কান্ড থেকে রক্ষা করে। ছয়টি দোকান সম্পূর্ন ভস্মীভূত হলেও তার সাথে আরো পাঁচটি দোকান আগুন নেভানোর জলে সম্পূর্ন ক্ষ্তি হয় বলে মার্চেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে। আগুনে যাদের দোকান সম্পূর্ন পুড়ে যায় তারা হলো পরিতোষ পাল, প্রবীর সাহা, প্রদীপ সাহা, টুটন রায়, গোপাল পাল, উমেশ সাহা। এছাড়াও কেবল রায়, অমৃত সহ, মিন্টু পাল, উমেশ সাহা ,দিলু সাহা ,রবীন্দ্র রায় , হিরন্ময় রায়, সজল আচার্য্য, বাবুল বনিক, কাজল বনিক সহ আরো বেশ কয়েকজন ব্যবসায়ী বিশাল ক্ষতির সম্মুখীন হয়। তবে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারন জানা যায়নি । এই অগ্নিকাণ্ডে ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় কুড়ি কোটি টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। প্রশাসন ইতিমধ্যেই ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছে । এলাকার বিধায়িকা কল্যাণী রায় ঘটনাস্থলে এসে যাবতীয় পরিস্থিতি প্রত্যক্ষ করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য তিনি প্রশাসনের কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছেন। তিনি জানান সরকার ও প্রশাসন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে রয়েছেন। দিনদুপুরে একধরনের অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে বাজার এলাকায়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service