জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজধানীর জিবি বাজার এলাকায় রাস্তা প্রশস্তের কাজ শুরু হয়েছিল আগেই। কিন্তু অনেকে জায়গা ছাড়ার কথা থাকলেও না ছাড়ায় কাজ ধীরলয়ে চলেছে। এখন পুরোদমে কাজ শুরু হবে। জিবি বাজার এলাকায় যে সমস্যা ছিল তা নিরসনে মঙ্গলবার ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে। কাজ করছে পূর্ত দপ্তর। রাস্তার পাশাপাশি কভার ড্রেন করারও পরিকল্পনা পুর নিগমের।
এদিন জিবি বাজার এলাকা পরিদর্শনে গিয়ে একথা জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। মেয়রের সঙ্গে এদিন পরিদর্শনে যান পুর নিগমের মেয়র ইন কর্পোরেটর হীরা লাল দেবনাথ, প্রদীপ চন্দ, পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব, পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার, পুর নিগম ও পূর্ত দপ্তরের অন্যান্য আধিকারিকরা।
মেয়র দীপক মজুমদার জানান রাস্তার কাজ যাতে দ্রুত শেষ করা যায় সে বিষয়ে এলাকাবাসীর সঙ্গেও কথা বলা হয়েছে। কভার ড্রেন করার ক্ষেত্রে পুর নিগমও আর্থিক ভাবে সহায়তা করবে। এদিকে জানা গেছে এদিনই হয়তো মেয়র হিসেবে দীপক মজুমদারের এটা শেষ পরিদর্শন। কারণ বুধবার তিনি বিধায়ক হিসেবে শপথ নিতে যাচ্ছেন।
Leave feedback about this