জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বিদ্যুৎ পরিষেবা এক প্রকার তলানিতে। পরিষেবার মান উন্নয়নে কোন ধরনের উদ্যোগ নেই। এরমধ্যে আবার নতুন করে মাশুল বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি চলছে বেসরকারিকরণের প্রচেষ্টা। তাই বিদ্যুৎ বেসরকারি করনের প্রচেষ্টার প্রতিবাদে এবং পরিষেবার মান উন্নয়নের দাবিতে এবার রাস্তায় নামবে বামপন্থী শ্রমিক সংগঠন সি আই টি ইউ। সংগঠনের রাজ্য কমিটির বৈঠকে গৃহীত হয়ে এই সিদ্ধান্ত। একদিনের রাজ্য কমিটির সভায় দেশ ও রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। আলোচনা হয় দেশের সরকারের একের পর এক দেশ ও জনগণের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিয়েও। কেন্দ্রের স্বার্থ বিরোধী সিদ্ধান্তের ফলে দেশের মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সোমবার সিআইটিইউ রাজ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্তকে পাশে রেখে রাজ্য কমিটির বৈঠকের আলোচ্য বিষয়গুলি তুলে ধরে একথা বলেন সভাপতি মানিক দে। সাংবাদিক সম্মেলনে শ্রী দে বলেন, রাজ্যের শ্রমিক কর্মচারীরা এক কঠিন পরিস্থিতির সম্মুখীন। শ্রমিক কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের কাছে বিভিন্ন সময়ে ডেপুটেশন প্রদান করা হলেও কোন ধরনের সুফল নেই।
Leave feedback about this