2025-04-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ এলাবাসীর

জনতার কলম ওয়েবডেস্ক :- বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করলেন এলাকাবাসী। ঘটনা বিলোনিয়ার চিত্তামারা এলাকায়। বুধবার দুপুর ১২টা নাগাদ বৃন্দাবন রোয়াজা পাড়া উচ্চ বিদ্যালয় এর কাছে পথ অবরোধে বসেন স্থানীয় জনগণ। বিদ্যুৎ এবং পানীয় জলের দাবিতে এই অবরোধ আন্দোলনে নামেন তারা। এক ঘন্টা ত্রিশ মিনিটে ধরে চলে রাস্তা অবরোধ।

জানা যায় বিলোনিয়া মহকুমাধীন চিত্তামারা গ্রাম পঞ্চায়েতের বৈষ্ণব পাড়াতে গত পাঁচ দিন ধরে বিদ্যুৎ নেই। অন্ধকারাচ্ছন্ন গোটা গ্রাম। স্থানীয়রা জানিয়েছেন বিদ্যুতের ট্রান্সফর্মার খারাপ থাকার কারণে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত এলাকাবাসী। পাশাপাশি এলাকায় পানীয় জেলার সমস্যাও রয়েছে বলে জানা যায়।

বারবার দপ্তর সহ স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ সবাইকে জানিও কাজের কাজ কিছুই হয়নি। তাই বাধ্য হয়ে পথ অবরোধ করেন এলাকাবাসী। পরবর্তী সময়ে প্রশাসনিক আধিকারিকদের আশ্বাসের পর অবরোধ মুক্ত করে স্থানীয়রা। অবাক করার বিষয় হলো ডি ডব্লিউ এস দপ্তরের আধিকারিকরা আসলেও বিদ্যুৎ নিগমের কোনো আধিকারিককে দেখা যায়নি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service