2024-12-19
agartala,tripura
রাজ্য

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভারতীয় জনতা পার্টির খয়েরপুর মণ্ডলের ৩৯ নম্বর বুথের পৃষ্ঠাপ্রমুখের মৃত্যু। মৃতের নাম অমিত রুদ্রপাল। বয়স আনুমানিক ২৭ বছর। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খয়েরপুর পালপাড়া এলাকার বাসিন্দা অমিত রুদ্রপাল। পেশায় একজন বেসরকারি নিরাপত্তা রক্ষী ছিলেন। বাইপাস এলাকায় কাজ করতেন।

রবিবার নিজ বাড়িতে জলের মোটরের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনা বাড়ির লোকজনের নজরে আসতেই সঙ্গে সঙ্গে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে নিয়ে আসা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। কান্নায় ভেঙে পড়েন পরিজনেরা। ঘটনার খবর পেয়ে সোমবার এলাকার বিধায়ক রতন চক্রবর্তী জিবিতে যান। পরিজনদের সমবেদনা জানান।

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service