2024-12-16
agartala,tripura
অপরাধ রাজ্য শিক্ষা

বিদ্যালয়ের সামনে গাড়ি দাঁড়ানোকে কেন্দ্র করে পথঅবরোধ ছাত্রছাত্রীদের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিদ্যালয়ের মূল ফটকের সামনে দাঁড়িয়ে থাকে মাল বোঝাই গাড়ি । এতে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে পর্যন্ত প্রবেশ করতে পারে না। একই হাল হয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদেরও । একদিন কিংবা দুদিন নয় ।মাসের পর মাস, বছরের পর বছর এমন টাই হয়ে আসছে রাজধানীর সখীচরণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ।বিষয়টি নিয়ে একাধিকবার বিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে৷। অভিভাবকরাও বিষয়টি বিভিন্ন মহলে জানিয়েছেন। কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না ।স্থানীয় ব্যবসায়ীরা প্রশাসনিক নিয়ম নীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিনের পর দিন এই ঘটনা ঘটিয়ে চলছেন ।এরই প্রতিবাদে বৃহস্পতিবার রাস্তায় নেমে নেতাজি সুভাষ রোড অবরোধ করে সখী চরণ বিদ্যালয়ের নিম্ন বুনিয়াদি স্তরের কচিকাঁচারা । এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবকরাও স্থানীয় ব্যবসায়ীদের কাণ্ডজ্ঞানহীনতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন । এই ঘটনায় পুলিশের ট্রাফিক বিভাগের বিরুদ্ধেও অভিযোগ উঠতে শুরু করেছে । এমনও অভিযোগ উঠতে শুরু করেছে দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক আধিকারিকরা পকেট ভারির লোভেই স্থানীয় ব্যবসায়ীদের এই ধরনের অনৈতিক কাজকর্মে প্রশ্রয় জুগিয়ে চলছেন।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service