জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জাতীয় নয়া শিক্ষানীতি রাজ্যে কার্যকর করতে গিয়ে রাজ্য সরকার প্রায় ১০০ টি বাংলা মিডিয়াম সরকারি স্কুলকে বিদ্যা জ্যোতি প্রকল্পে ইংরেজি মিডিয়ামে পরিণত করে। এই স্কুল গুলির ছাত্র-ছাত্রীরা আগামী দিন সিবিএসই বোর্ডের আওতাধীন পরীক্ষায় বসবে। আর তা নিয়েই রাজ্যে ধারাবাহিকভাবে চলছে বিরোধী ছাত্র যুব সংগঠন গুলির আন্দোলন কর্মসূচি। বিদ্যাজ্যোতি প্রকল্পের অন্তর্গত স্কুলগুলিতে পাঠরত ছাত্র-ছাত্রীদের অত্যাধিক হারে বিভিন্ন ফি ধার্য করা হচ্ছে। আর এতে করে বিপাকে পড়ছেন স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীসহ তাদের অভিভাবকরা। তাই প্রতিনিয়তই বিভিন্ন সংগঠন ফি বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে নানা আন্দোলন কর্মসূচি সংঘটিত করছে। এবার এই আন্দোলনে সামিল হলেন যুব কংগ্রেস ও এনএসইউআই। ছাত্রছাত্রীদের অত্যাধিক হারে বিভিন্ন ফি ধার্য করার প্রতিবাদ জানিয়ে শুক্রবার আগরতলা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখালো এই দুই সংগঠনের কর্মীরা। তাদের অভিযোগ সম্পূর্ণ ভেঙে দিয়েছে বর্তমান সরকার। এই সরকার শিক্ষাবিরোধী বলে অভিযোগ যুব কংগ্রেসের প্রদেশ সহ-সভাপতির। এই যুবনেতার অভিযোগ, রাজ্যের বর্তমান সরকার একের পর এক তুঘলুকি সিদ্ধান্ত নিচ্ছে। ২০১৮ সালে রাজ্যে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে শিক্ষা পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে। বিদ্যাজ্যোতি প্রকল্প হলো রাজ্যের শিক্ষা ব্যবস্থার বিরোধী। বিদ্যাজ্যোতির নামে বিদ্যা ব্যবসা করছে রাজ্যের বর্তমান সরকার।
রাজনৈতিক
রাজ্য
শিক্ষা
বিদ্যাজ্যোতির নামে বিদ্যা ব্যবসা করছে রাজ্যের বর্তমান সরকার : শাহাজান
- by janatar kalam
- 2023-09-15
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this