জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যুবকদের জীবন ও ভবিষৎ নিরাপত্তাহীন। বিজেপি সরকার যুবাদের ধবংস করে দেওয়ার জন্য যড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সঠিক পথে ফিরিয়ে আনতে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বাম যুব সংগঠন। উপজাতি যুব ফেডারেশনের অধিবেশনে এমনটাই বললেন জিতেন্দ্র চৌধুরী। বিজেপি সরকার আগামী দেশের এবং বাজোর প্রজন্মকে ধবংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
যুবকদের জীবন ও ভবিষৎ নিরাপত্তাহীন। বুধবার আগরতলা সুপারি বাগান স্থিত দশরথদেব স্মৃতিভবনে আয়োজিত বিশেষ বর্ধিত অধিবেশনে এমনটাই দাবি করলেন পলিটব্যুরোর নতুন সদস্য তথ্য বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সম্প্রতি তামিলনাড়ুর মাদুরাইয়ে সিপিআইএম-র পার্টি কংগ্রেস সম্পন্ন হয়েছে। দলের নীতি নিধ্যারন সহ একাধিক বিষয়ে আলোচনা হয়।
বয়সের কারনে পলিটব্যুরো এবং কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়েন মানিক সরকার। সিপিএম দলের পরিবর্তিত এই পরিস্থিতিতে নতুন করে দলকে সাজিয়ে তুলতে বুধবার বিশেষ বর্ধিত অধিবেশনে আয়োজন করে সিপিএম রাজ্য কমিটি। সুপারি বাগান স্থিত দশরথদেব স্মৃতিভবনে আয়োজিত এই অধিবেশনে দলের যুবাদের উপস্থিতিটি ছিল চোখে পড়ার মতো।
এক সময় যেখানে সিপিএমের সভা সমাবেশ জুড়ে বুড়োদের ভিড় লক্ষ করা যেত সেখানে এদিন উল্টো চিত্র সামনে আসে। গোটা রাজ্য থেকেই প্রতিনিধিরা এই অধিবেশনে যোগ দিয়েছেন। যদিও উপজাতি যুব ফেডারেশনের উদ্যোগে এই অধিবেশন আয়োজন করা হয়। এদিন অধিবেশন শুরু হওয়ার আগে পলিটব্যুরোর নতুন সদস্য তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন বিজেপি সরকার আগামী দেশের প্রজন্মকে ধবংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
আর ত্রিপুরায় বিজেপি, তিপরা মধ্য এবং আইপিএফটি মিলে রাজ্যের যৌবনকে বন্ধক দেওয়ার মত অবস্থা। যৌবনকে নেশা সহ বিভিন্ন অপরাধের দিকে ঠেলে দিয়েছে। এদিনের অধিবেশনে উপস্থিত ছিলেন, ত্রিপুরা গণমুক্তি পরিষদের সম্পাদক রাধা চরণ দেববর্মা, সভাপতি নরেশ জমাতিয়া সহ অন্যান্য নেতৃত্ব। অধিবেশনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।
Leave feedback about this