জনতার কলম ওয়েবডেস্ক :- ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (ঝামুমো) মহাসচিব বিনোদ কুমার পাণ্ডে, রাজ্যের অবকাঠামো নিয়ে বিজেপির অভিযোগের জবাবে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি বলেন, বিজেপি শুধুই মিথ্যা আর নেতিবাচকতার রাজনীতি করছে। হেমন্ত সোরেন সরকারের আমলে অবকাঠামোগত উন্নয়নে যে কাজ হয়েছে, তা বিজেপির সহ্য হচ্ছে না। তিনি বলেন, রাঁচিতে সদ্য নির্মিত এলিভেটেড করিডোরে দ্রুতগতিতে চলা যানবাহন চোখে পড়লেও বিজেপি নেতারা তা দেখতে চান না। হেমন্ত সরকার উন্নয়নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং ধারাবাহিকভাবে নতুন নজির স্থাপন করছে।
বিজেপি এত বড় মাত্রায় কখনও কাজ করতে পারেনি বলেই এখন হতাশায় মিথ্যাচার করছে। বিনোদ পান্ডে আরও বলেন, এটাই সেই বিজেপি, যাদের শাসনকালে রাজ্যের রাস্তাগুলি গর্তে পরিণত হয়েছিল, আর সেচ প্রকল্প কেবল কাগজেই সীমাবদ্ধ ছিল। হেমন্ত সরকার ওইসব ঝুলে থাকা প্রকল্পে গতি এনেছে। আজ রাস্তা চওড়া হচ্ছে, সেতু ও কালভার্ট তৈরি হচ্ছে এবং সেচের ব্যবস্থা পৌঁছে যাচ্ছে প্রত্যন্ত গ্রামে পর্যন্ত।
ইঞ্জিনিয়ার নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, পুরো প্রক্রিয়া চলছে, বিজেপি শুধু অর্ধসত্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছে। শ্রাবণ মাসে দলমা পাহাড়ে আরোপিত ফি-কে ঘিরে বিজেপির সমালোচনারও কড়া জবাব দেন পাণ্ডে।
Leave feedback about this