2024-12-19
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে সারা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হলো দশম জাতীয় হস্ততাঁত দিবস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০১৫ সাল থেকে জাতীয় হস্ততাঁত দিবস পালন করা হচ্ছে দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এর সূচনা হয়েছিল। এর পর থেকে প্রতিবছর ৭ আগস্ট দিবসটি উদযাপন করা হয়। সারা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হয়ে আসছে। এবছর দশম জাতীয় হস্ততাঁত দিবস। সরকারি-বেসরকারি তরফে হয় অনুষ্ঠান।

বুধবার ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার তরফে এই শিল্পের সঙ্গে যুক্তদের সম্মাননা দেওয়া হয়। টেকসই ভবিষ্যত বুনন’ এই ভাবনাকে সামনে রেখে এবছর পালিত হয় জাতীয় হস্ত তাঁত দিবস। এই শিল্পের প্রচার ও প্রসার এবং সারা দেশে হস্তশিল্প শ্রমিকদের কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দেওয়া এবং সম্মান করার জন্যই এই দিবস পালন করা হয়।

বুধবার জাতীয় হস্ত তাঁত দিবসে ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে তাঁত শিল্পীদের সংবর্ধনা দেওয়া হয়। এদিন রাজধানী লাগোয়া নতুননগরে যান সংগঠনের রাজ্য সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যরা। সেখানে একটি তাঁত বুন্ন কেন্দ্রে হয় ছোট পরিসরে অনুষ্ঠান। বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার ছাড়াও ছিলেন মহিলা মোর্চার অন্যান্য নেত্রিত্ব, সমবায় সমিতির চেয়ারম্যান সজল দেবনাথ সহ অন্যরা।

অতিথিরা এই শিল্পের সঙ্গে যুক্তদের সংবর্ধিত করেন। মিমি মজুমদার এদিন বলেন, তাঁতশিল্প ভারতের ঐতিহ্য।তাঁত শিল্পে বেশির ভাগ মহিলারাই যুক্ত। আগামী দিনে যাতে তারা অনুপ্রানিত হয়ে এই শিল্পের সঙ্গে কাজে বেশি করে যুক্ত হন সেজন্য এ ধরণের প্রয়াস।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service