জনতার কলম আগরতলা প্রতিনিধি :-জনজাতি গোষ্ঠীগুলির সার্বিক কল্যাণ ও উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছে ত্রিপুরা সরকার। এই সংকল্পের প্রতিফলন ঘটল বুধবার সিপাহীজলা জেলার পেকোয়ারজলা এডিসি ভিলেজে আয়োজিত এক জমকালো যোগদান সভায়, যেখানে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা স্বয়ং উপস্থিত হয়ে জনজাতি সমাজের প্রতি সরকারের অঙ্গীকার তুলে ধরেন।
গোলাঘাটি মণ্ডল কমিটির উদ্যোগে আয়োজিত এই সভায় মুখ্যমন্ত্রী বলেন, “জনজাতি সমাজের সর্বাঙ্গীণ বিকাশ আমাদের অন্যতম প্রধান অঙ্গীকার। ইতিমধ্যে সমাজপতিদের সম্মানী বৃদ্ধি করা হয়েছে। তাদের ঐতিহ্য, সংস্কৃতি ও মর্যাদা রক্ষা এবং উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে চলেছি।” তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকনির্দেশনায় এই উন্নয়ন কর্মযজ্ঞ এগিয়ে চলছে, যার ফলে জনজাতি সমাজের মানুষ একের পর এক বিজেপির সঙ্গে যুক্ত হচ্ছেন—এটাই তাদের বিশ্বাসের সত্যিকারের প্রমাণ।
সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, জেলা নেতৃত্ব, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল যখন মোট ৪৮৭ জন ভোটার আনুষ্ঠানিকভাবে বিজেপি পরিবারে যোগ দেন। মুখ্যমন্ত্রী নিজ হাতে তাদের দলীয় পতাকা তুলে দিয়ে বলেন, “বিজেপিই একমাত্র দল যারা ত্রিপুরার মহারাজাদের প্রকৃত সম্মান দিয়েছে এবং তাঁদের উত্তরাধিকার রক্ষা করেছে।”
ড. সাহা জোর দিয়ে বলেন, “ত্রিপুরার উন্নয়ন মানে সকল সমাজের উন্নয়ন। বিজেপি বিশ্বাস করে, সমাজের শেষ প্রান্তের মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই রাজ্য সত্যিকারের অগ্রগতি লাভ করবে।”
পেকোয়ারজলার এই যোগদান সভা স্পষ্টভাবে প্রমাণ করল—রাজ্যের জনজাতি সমাজ ক্রমশ বিজেপির উন্নয়ন-ভিত্তিক রাজনীতির প্রতি গভীর আস্থা রাখছে, যা দলের জন্য এক নতুন মাইলফলক।

Leave feedback about this