2024-12-16
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

বিজেপির বিরুদ্ধে বিজেপির লড়াই! প্রধান উপপ্রধান নিয়ে এখনও শাসক দলে ঝামেলা!

Oplus_131072

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নলছড়ের বিধায়ক কিশোর বর্মণের ভূমিকায় ক্ষোভ উগরে দিলেন শিবনগর পঞ্চায়েতের ৬ সদস্য- সদস্যা। অচলাবস্থা নলছড় ব্লকের অধীন শিবনগর গ্রাম পঞ্চায়েতে। সকলেই চাইছেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান। দুই-তিন মাস আগে রাজ্যের ত্রি-স্তর পঞ্চায়েতের নির্বাচন হয়। অধিকাংশ পঞ্চায়েত বিনা লড়াইয়ে জয়ী হয় শাসক দল।

বিভিন্ন পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধান নির্বাচন নিয়ে বহু জলঘোলা হয়েছে। বিজেপি কর্মীরাই বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ বিক্ষোভে শামিল হয়েছিলেন। বিভিন্ন পঞ্চায়েতে প্রধান, উপ-প্রধান নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল এর মধ্যে এলতি হল নলছড় ব্লকের অধীন শিবনগর গ্রাম পঞ্চায়েত। অভিযোগ শপথ গ্রহণের দুই মাসের মধ্যেই সদস্যপদ খারিজ করা হলো ৯ সদস্যক পঞ্চায়েতের ছয় সদস্যের ব্লক অফিস থেকে।

সোমবার পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ৬ জন সদস্য-সদস্যা সাংবাদিকদের মুখোমুখি হন। তাদের সঙ্গে ছিলেন পঞ্চায়েতের উপ-প্রধানও। যিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছাড়ার আগ্রহ প্রকাশ করেছেন। তারা এদিন শপথ গ্রহণের দিন থেকে শুরু করে বিস্তারিত তুলে ধরেন। সকলে ক্ষোভ উগরে দেন স্থানীয় বিধায়ক কিশোর বর্মণের বিরুদ্ধে। তাদের অভিযোগ বিধায়ক ৬ জন সদস্যকে ঢেকে নিয়ে অপমান করেছেন।

পঞ্চায়েতের ৬ সদস্য–সদস্যা নাকি বিজেপি দল কিংবা পঞ্চায়েতের সদস্য হওয়ার যোগ নয়। এতে ক্ষুব্ধ ৬ সদস্য। পঞ্চায়েতের ৬ সদস্য-সদস্যার আরও অভিযোগ এই শিবনগর পঞ্চায়েতে কোন সরকারি সুযোগ সুবিধা এখনও দেওয়া হয়নি। এদিকে ৬ জন সদস্য মুখ্যমন্ত্রী ও বিজেপি প্রদেশ সভাপতির কাছে সুবিচার প্রার্থনা করেন। যাতে দলের ভাবমুরতি নষ্ট না হয়।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service