2025-08-05
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

বিজেপি,আই পি এফ টি এবং তিপ্রা মথার মতো জঞ্জালকে রাজনীতি সংস্কৃতি থেকে সরাতে হবে: জিতেন্দ্র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপি, আই পি এফ টি এবং টিপরা মথার মতো জঞ্জালকে রাজনীতি সংস্কৃতি থেকে সরাতে হবে। বললেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। মঙ্গলবার দলের অভয়নগর অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত গান অবস্থানে শাসক গোষ্ঠীর তীব্র সমালোচনা করেন তিনি। বিজেপি, আই পি এফ টি এবং টিপরা মথাকে জঞ্জাল বললেন সিপিএম এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

বলেন, পুঁতিগন্ধময় জঞ্জাল বিজেপি, আই পি এফ টি এবং টিপরা মথাকে রাজনীতি ও সংস্কৃতি থেকে সারাতে হবে। এর জন্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিতে হবে। তাতে বিভিন্ন অংশের মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি বিভিন্ন ইস্যুতে শাসক গোষ্ঠীর সমালোচনা করে বলেন, বাইরে থেকে নেতারা এসে শুধু এটা করবো, সেটা করবো বলে প্রতিশ্রুতি দিয়ে গেছে। কাজের কাজ কিছু হয়নি। এক বছরের জায়গায় ৪ বছরেও লাইট হাউসের কাজ সম্পন্ন হয়নি।

গত ৭ বছরে আগরতলা শহরে নতুন রাস্তা, ব্রিজ, রাস্তা সম্প্রসারণ, বিদ্যুৎ পরিকাঠামো উন্নয়নে ব্যবস্থা গ্রহণ, কোনো কিছুই হয়নি উল্টো বিভিন্ন সরকারি পরিষেবার দাম বাড়িয়ে মানুষের উপর আর্থিক বোঝা চাপানো হচ্ছে। মঙ্গলবার সিপিএম এর অভয়নগর অঞ্চল কমিটির উদ্যোগে বিদ্যুৎ, সিএনজি, পিএনজি, পানীয় জল, গোমতী দুধ এর বদতি মূল্য প্রত্যাহার, স্মার্ট মিটার প্রত্যাহার এবং স্থানীয় সমস্যা দুরীকরণের দাবিতেগণ অবস্থান এর আয়োজন করা হয়।

স্থানীয় রাধানগর স্ট্যান্ডের বিপরীতে এই অনুষ্ঠান হয়। সেখানে বক্তারা রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী কার্যকলাপের সমালোচনায় সরব হন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service