2024-12-15
agartala,tripura
রাজ্য

বিজয়া দশমীর পরের দিন থেকে সমস্ত ক্লাবকে প্যান্ডেল ভেঙ্গে দেওয়ার নির্দেশ পুর নিগমের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শারদ উৎসব আসছে। শারদ উৎসবকে সামনে রেখে বিভিন্ন ক্লাব এবং পুজো উদ্দক্তরা জোড় প্রস্তুতি শুরু করে দিয়েছে। শারদ উৎসবকে নির্ভীঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে বুধবার আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের নেতৃত্বে মেয়র ইন কাউন্সিল তথা এমআইসি মিটিং অনুষ্ঠিত হয়। এই বৈঠকে শারদ উৎসব নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি জানান ,প্যান্ডেল নির্মানে জনসাধারণের চলাচলে কোন প্রকার সমস্যা সৃষ্টি করা চলবে না। প্যান্ডেল অথবা যেকোনো ওভারহেড গেট অবশ্যই ব্ল্যাক টপ বা পিচ রাস্তার পর থেকেই করতে হবে। উদ্যোক্তাদের অগ্নি নির্বাপক দপ্তর ,বিদ্যুৎ নিগম, পূর্ত এবং ট্রাফিক দপ্তরের নিকট থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে।

পাশাপাশি আগরতলা পুর নিগমের কাছ থেকেও উদ্যোক্তাদের অনুমতি নিতে হবে। সাংবাদিক সম্মেলনে মেয়র আরো জানান ,গত বছর আগরতলা পুর নিগমের চারটি জুনে ৩৭০ টি ক্লাব এবং সামাজিক সংস্থা দুর্গাপুজোর আয়োজন করে। এবছর এই সংখ্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে। মেয়র আরো জানান ,বিজয়া দশমীর পরের দিন থেকে প্যান্ডেল ভেঙ্গে দিতে হবে। অন্যথায় পুরনিগম কোন প্রকার নোটিশ ছাড়াই সেই প্যান্ডেল ভেঙ্গে দেবে।

এর জন্য যে অর্থ ব্যয় করা হবে তা সংশ্লিষ্ট পুজো উদ্যোক্তাদের বহন করতে হবে। এদিন সাংবাদিক সম্মেলনে আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service