2025-03-01
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজনৈতিক রাজ্য

বিচারকে হেনস্থা করায় সুপ্রিম কোর্টের নির্দেশে তিন সিপিএম নেতার আদালতে আত্মসর্মপণ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিলোনিয়া আদালতের বিচারক রুহি দাস পালকে শারিরীক নিগহের ঘটনায় অভিযুক্ত তিন বামপন্থী নেতা অবশেষে বিলোনিয়া আদালতে আত্মসমর্পণ করে। উল্লেখ্য হরতালের নামে গত ২০১৫ সালে ২ রা সেপ্টেম্বর সিপিআইএম এর শাখা সংগঠন ট্রেড ইউনিয়নের ডাকা বনধের দিন হরতালের নামে বামপন্থী তিন নেতা বাবুল দেবনাথ, তাপস দত্ত ও ত্রিলোক সিনহা সহ আরো অন্যান্যরা আদালতে ঢুকে হুমকি ধমকি সহ শারীরিক নিগহ করে বিচারক রুহি দাস পালকে।

সেই সময় তৎকালীন বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক সুদীপ পাল স্বত প্রণোদিত মামলা গ্রহণ করে তিন বাম নেতার বিরুদ্ধে। যার কেস নম্বর বিলোনিয়া পি.এস. -১১৩/১৫, পরবর্তী সময়ে বিলোনিয়া আদালতে মামলা গ্রহণ করার পর, তিন বাম নেতাকে ২ বছরের দোষী হিসাবে সাব্যস্ত করে ২ বছরের সাজাও ঘোষণা করা হয়েছিল। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়ে রিট পিটিশন দাখিল করার পর জামিনে মুক্ত হয় তারা।

কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক অবশেষে শনিবার দুপুরে বিলোনিয়া আদালতে আত্মসমর্পণ করে সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত, বিলোনিয়া বিভাগীয় সিট্যু সভাপতি ত্রিলোক সিনহা ও সারা ভারত কৃষক সভা বিলোনিয়া বিভাগীয় সম্পাদক বাবুল দেবনাথ। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক আগামী ১৮ ই মার্চ শুনানি চলা পর্যন্ত বর্তমানে অভিযুক্ত ৩ বাম নেতা জেলেই থাকবে বলে জানান সরকারি আইনজীবী কিশোর মজুমদার।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service