জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৯৫০ সালের ২৬শে জানুয়ারী দিনটিতে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল এবং ভারতের মৌলিক অধিকার সংরক্ষিত হয়েছিল। দেশের সঙ্গে সারা রাজ্যব্যাপী আজকের দিনটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আজ কংগ্রেস ভবন প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা বিধায়ক গোপাল চন্দ্র রায়, দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তাছাড়া অন্যান্য শাখা সংগঠনের পতাকা যথাযথ মর্যাদায় উত্তোলন করা হয়। পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে কংগ্রেস নেতৃত্ব। এদিন সংবাদমাধ্যমকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডটা এবং মানুষের মৌলিক অধিকার সংরক্ষিত রাখার জন্য সংবিধান গৃহীত হয়েছিল এবং দেশ গণপ্রজাতন্ত্রীরুপে মানুষের অধিকার রক্ষার জন্য কাজ করে চললেও বিগত ১০ বছর ধরে নানাভাবে মানুষ অন্যায় অবিচারের শিকার হচ্ছে। তাছাড়া অবিচারের দরুন জাতি ধর্ম বর্ণ নানাভাবে উপেক্ষিত হয়ে অরাজকতার সম্মুখীন হচ্ছেন এবং এই জাতি ধর্ম বর্ণের যে সাংবিধানিক অধিকার তা ক্ষুন্ন হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এ দিনের অনুষ্ঠানে কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
রাজনৈতিক
রাজ্য
বিগত ১০ বছর ধরে নানাভাবে মানুষ অন্যায় অবিচারের শিকার হচ্ছে : আশীষ
- by janatar kalam
- 2024-01-26
- 0 Comments
- Less than a minute
- 11 months ago
Leave feedback about this