জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিদিন রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে উঠছে অভিযোগ। অভিযোগ বেহাল রাজ্যের আইন-শৃঙ্খলা। মেলারমাঠে পুলিশের সামনে খুন এক ব্যবসায়ী। সাব্রুমের মনুবাজার থানায় পুলিশের মারে মৃত্যু এক ব্যক্তির। বিগত কয়েকমাসে এই ধরনের বহু ঘটনা ঘটেছে। সোমবার এসব নিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সাংবাদিকদের প্রশ্নোত্তরে এক প্রকার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন।
তিনি বলেন রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। বাস্তবে বিগত ১০ বছরের পরিসংখ্যান দেখলে দেখা যায় রাজ্যের আইন-শৃঙ্খলা বর্তমানে অনেক ভালো। রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়েছেন নিরপেক্ষ ভাবে কাজ করার জন্য।
যেখানে আইন-শৃঙ্খলা অবনতির ঘটনা ঘটছে সাথে সাথে পুলিশের সিনিয়র অফিসাররা ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন। মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বলে দাবি করেন তিনি।পুলিশ মহানির্দেশক যাই দাবি করুণ না কেন রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে শুধু বিরোধীরা নয়, আমজন্তাও প্রশ্ন তুলছেন।
Leave feedback about this