2025-03-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য স্বাস্থ্য

বিকশিত ভারত নির্মাণে কেন্দ্র ও রাজ্যের সমবায় দপ্তর সঠিক দিসায় কাজ করছে: শুক্লা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা মার্কফেড এর ৬৯ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার এক রক্তদান শিবিরএর আয়োজন করা হয়। বাধারঘাট স্থিত মার্কফেড ভবনে এই অনুষ্ঠান হয়। তাতে উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। বক্তব্য রাখতে গিয়ে তিনি সমবায় আন্দোলনের গুরুত্ত ও ভূমিকা নিয়ে আলোচনা করেন। সমবায় দপ্তর যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল তা বিগত সরকারের আমলে পুরণ করা হয়নি।

মানুষের কাছে এর সুফল পৌঁছেনি। বিকশিত ভারত নির্মাণে কেন্দ্র ও রাজ্যের সমবায় দপ্তর সঠিক দিসায় কাজ করছে বলে দাবি করেন তিনি। ত্রিপুরায় সমবায় দপ্তর ও মার্কফেডের কাজের প্রশংসা করেন তিনি। এতদিন মার্কফেন্ড তাদের প্রতিষ্ঠা দিবস পালন করেনি।

এবার ৬৯ তম প্রতিষ্ঠা দিবস পালন করায় ও সমবায়ের গুরুত্ত মানুষের কাছে তুলে ধরার জন্যে মন্ত্রী শুকলা চরণ নোয়াতিয়া সমবায় দপ্তর ও মার্কফেডের কাজের প্রশংসা করেন। এদিনের এই শিবিরে মার্কফেডের কর্মীদের বেশ উৎসাহের সঙ্গে রক্তদান করতে দেখা গিয়েছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service