2025-07-01
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

বাম আমলেই চা শ্রমিকরা সবচাইতে বেশি বঞ্চিত,’মুজুরি’ পেতো ১০৫, বিজেপি শাসনে ৭বছরে বেড়ে ২০৪ টাকা: সন্তোষ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সম্প্রতি চা শ্রমিকদের বঞ্চনা ইস্যুতে রাজনীতি বেশ জমে উঠেছে। সিপিএম শ্রম দপ্তারে ডেপুটেশন দেয় ও গনধরণা প্রদর্শন করে। এদিকে কংগ্রেসের তরফে বিবৃতি দিয়ে চা শ্রমিকদের বঞ্চনার প্রসঙ্গ তুলে সরকারের সমালোচনা করা হয়। মঙ্গলবার তথ্য উপস্থাপন করে এর জবাব দিলো প্রদেশ বিজেপি। ত্রিপুরা চা উন্নয়ন নিগমের প্রাক্তন চেয়ারম্যান সন্তোষ সাহা বলেন, ২০১৮ তে বিজেপি ক্ষমতায় এসে দেখতে পায় চা শ্রমিকরা দৈনিক মাত্র ১০৫ টাকা মজুরি পাচ্ছে।

তারপর বিজেপি সরকার ২০২২ সালে চা শ্রমিকদের মজুরি বাড়িয়ে ১৭৬ টাকা করে। পরে আরো বাড়ানো হয়। বর্তমানে রাজ্যের চা শ্রমিকরা দৈনিক ২০৪ টাকা মজুরি পাচ্ছে। সন্তোষ বাবু বলেন যারা শ্রমিক দরদী বলে দাবি করে তারা এত বছর শাসন করে চা শ্রমিকদের দৈনিক ১০৫ টাকা মজুরি দিয়ে গেছে। আর বিজেপি মাত্র সাত বছরে তা বাড়িয়ে ২০৪ টাকা করেছে। তাই বাম ও কংগ্রেসের শ্রমিকদের সম্পর্কে কথা বলার অধিকার নেই।

তিনি অভিযোগ করেন ওদের আমলেই শ্রমিকরা সবচাইতে বেশি বঞ্চনার শিকার। এদিকে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের বর্তমান চেয়ারম্যান সমীর ঘোষ সিপিএমের শাসনে চা শ্রমিকরা কি ভাবে বঞ্চনার শিকার হয়েছেন তা তুলে ধরে বামেদের তীব্র সমালোচনা করেন। এদিন প্রদেশ বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এরা চা শ্রমিক ইস্যুতে কঠোর জবাব দেন বিরোধীদের।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service