2024-12-16
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

বামফ্রন্ট আমলে সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছিল বক্সনগর : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিগত বামফ্রন্ট সরকারের আমলে সবচেয়ে বেশি বঞ্চিত করা হয়েছিল বক্সনগর বিধানসভা কেন্দ্রকে। রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার গঠনের পর বক্সনগর বিধানসভার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। বর্তমান সরকার ক্ষমতায় এসে বক্সনগরে ৫ হাজার ৮৬১ জনকে বিভিন্ন প্রকল্পে ভাতার আওতায় এনেছে। যে ভাতা বামফ্রন্ট সরকারের আমলে ছিল মাত্র ৭০০ টাকা। বর্তমান সরকার ক্ষমতায় এসেই সেই ভাতাকে দুই হাজার টাকায় পরিণত করেছে। এ বছর প্রধানমন্ত্রী আবাস যোজনায় বক্সনগর বিধানসভা কেন্দ্রে ৬ হাজার৮২৭টি পরিবারকে ঘর দেওয়া হয়েছে। বর্তমান সরকার সমস্ত জাতি গোষ্ঠীর সমভাবে উন্নয়নে বিশ্বাসী। বিশেষ করে রাজ্যের তপশিলি জাতি , উপজাতি ও সংখ্যালঘুদের উন্নয়নে সরকারের আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে। শনিবার বক্সনগর বিধানসভা কেন্দ্রে পৃষ্ঠাপ্রমুখ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন, খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রদেশ বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।

 

 

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service