2024-12-31
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

বাড়ি বাড়ি প্রচারে ব্যাপক সাড়া মিলছে : রাজীব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মানুষ স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করবেন। শনিবার প্রার্থীর হয়ে প্রচারে বের হয়ে এই প্রত্যয় ব্যক্ত করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।

পশ্চিম আসনের বিজেপি প্রার্থীর সমর্থনে বিভিন্ন জায়গায় চলছে প্রচার। শুধু প্রার্থী বিপ্লব কুমার দেবই নয়, দলীয় সভাপতি ,মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতৃত্ব প্রচার চালিয়ে যাচ্ছেন জোর গতিতে। শনিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য দলীয় কর্মী- সমর্থকদের নিয়ে প্রচারে হন প্রার্থীর সমর্থনে।

এদিন তিনি বনমালীপুর এলাকায় বাড়ি বাড়ি যান। কথা বলেন ভোটারদের সঙ্গে এবং তাদের আশীর্বাদ চান বিপ্লব কুমার দেবের সমর্থনে। প্রচারে ব্যাপক সাড়া মিলছে বলে জানান রাজীব বাবু। এদিন প্রচারে প্রচুর বিজেপি কর্মী- সমর্থক অংশ নেন। রাজীব ভট্টাচার্যের সঙ্গে ছিলেন মণ্ডল সভাপতি চন্দ্র শেখর দে সহ অন্যরা।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service