2026-01-03
Ramnagar, Agartala,Tripura
দেশ স্বাস্থ্য

বাড়িতেই চিকিৎসা পরিষেবা পাবেন বিহারের প্রবীণরা, ঘোষণা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের

জনতার কলম ওয়েবডেস্ক :- বিহারের প্রবীণ নাগরিকদের জীবনকে আরও সহজ ও সম্মানজনক করে তুলতে বড় উদ্যোগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ‘সাত নিশ্চয়–৩’ কর্মসূচির সপ্তম নিশ্চয় ‘সবকা সম্মান–জীবন সহজ’ প্রকল্পের আওতায় এবার রাজ্যের প্রবীণদের বাড়িতেই প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে। এর ফলে হাসপাতালে ঘনঘন যাওয়ার ভোগান্তি থেকে মুক্তি পাবেন লক্ষ লক্ষ বয়স্ক মানুষ।

শনিবার এই বিষয়ে তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী জানান, ২০০৫ সাল থেকে বিহারে ন্যায়ের সঙ্গে উন্নয়ন—এই নীতিতে রাজ্য সরকার সমাজের সব স্তরের মানুষের কল্যাণে কাজ করে চলেছে। প্রতিটি নাগরিক যাতে সম্মানজনক জীবনযাপন করতে পারেন, সে বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ করা এক পোস্টে নীতীশ কুমার লেখেন,

“২৪ নভেম্বর ২০০৫ থেকে আমরা ন্যায়ের সঙ্গে উন্নয়নের পথে এগিয়ে সমাজের সব শ্রেণির মানুষের উন্নয়নে কাজ করেছি। পুরো বিহারকে আমরা আমাদের পরিবার হিসেবে দেখেছি এবং সকলের মান-সম্মানের প্রতি যত্ন নিয়েছি। এখন রাজ্যের প্রতিটি মানুষ যেন সম্মানের সঙ্গে সহজ জীবন যাপন করতে পারেন, সে লক্ষ্যে আরও জোরদার পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

মুখ্যমন্ত্রী জানান, ২০২৫ থেকে ২০৩০ সময়কালের মধ্যে বিহারকে দেশের অন্যতম উন্নত রাজ্যের তালিকায় নিয়ে যেতে ‘সাত নিশ্চয়–৩’ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এর সপ্তম নিশ্চয় ‘সবকা সম্মান–জীবন সহজ’ প্রকল্পের মূল লক্ষ্য হল নাগরিকদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলি কমিয়ে আনা এবং জীবনযাত্রাকে আরও স্বচ্ছন্দ করা।

 

এই প্রকল্পের অধীনে প্রবীণ নাগরিকদের জন্য বাড়িতেই মিলবে—

 

নার্সিং সহায়তা

 

রক্তপরীক্ষাসহ বিভিন্ন প্যাথোলজি টেস্ট

 

ব্লাড প্রেসার ও ইসিজি পরীক্ষা

 

ফিজিওথেরাপি পরিষেবা

 

জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা

 

মুখ্যমন্ত্রী আরও জানান, এই পরিষেবাগুলি কার্যকরভাবে বাস্তবায়নের জন্য স্বাস্থ্য দফতরকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, প্রবীণদের জীবন আরও সহজ করতে কী কী অতিরিক্ত সুবিধা দেওয়া যেতে পারে, সে বিষয়ে জনগণের কাছ থেকে পরামর্শও আহ্বান করা হয়েছে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিহারের প্রবীণ নাগরিকদের স্বাস্থ্যসুরক্ষা যেমন জোরদার হবে, তেমনই তাঁদের দৈনন্দিন জীবনও অনেকটাই স্বস্তিদায়ক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service