জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সকালে বাগমায় বাগমা এগ্রিপ্রোডিউসার্স কোম্পানী লিমিটেড-এ বিভিন্ন কাজকর্ম পরিদর্শন করেন। রাজ্যপাল সেখানে মডেল ইন্টিগ্রেটেট ফার্মিং সিস্টেম পরিদর্শন করেন। সেখানে একত্রে শূকরপালন, মৎস্যচাষ, পোল্ট্রি, মৌমাছি পালন, ছাগল পালন করা হচ্ছে। পরে তিনি দুধ সংগ্রহ কেন্দ্র, তেল নিষ্কাষণ ইউনিট, বিএপিসিএল মার্ড এবং বিভিন্ন পণ্যের প্রদর্শনী স্টলগুলি ঘুরে দেখেন। তিনি কৃষক ও ফার্মের কর্মীদের সঙ্গে মতবিনিময়ও করেন।
অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু বলেন, কৃষি ত্রিপুরার প্রাণ শক্তি এবং রাজ্যের অর্থনীতির মূল ভিত্তি। তবে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে কৃষি ক্ষেত্রকে লাভজনক রাখতে হলে বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ করতে হবে। তিনি বলেন, বিএপিসিএল পরিচালিত ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম জলবায়ু সহনশীলতা এবং সম্পদের দক্ষ ব্যবহারের একটি মডেল। জনজাতিদের ক্ষমতায়ণেও এই সংস্থাটি প্রশংসনীয় ভূমিকা পালন করছে। এই অনুষ্ঠানে রাজ্যপাল বিএপিসিএল’র ম্যানেজিং ডিরেক্টর সুদীপ মজুমদারের হাতে পাঞ্জাব ন্যাশন্যাল ব্যাংকের পক্ষ থেকে ১ কোটি টাকার চেক তুলে দেন।
রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নান্নু বিএপিসিএল’র সম্মেলন কক্ষে কৃষি ব্যবসা এবং আর্থিক ক্ষমতায়ণ বিষয়ে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাখের, নাবার্ডের ত্রিপুরা আঞ্চলিক অফিসের জেনারেল ম্যানেজার অনিল কটমারি, আরবিআই’র সিনিয়র ম্যানেজার, ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং, আইসিএআর ও কেভিকে’র বিজ্ঞানীগণ।
Leave feedback about this