জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হাতে গুনা আর একদিন বাদেই মহাসাড়ম্বরে পূজিত হবে বিদ্যার দেবী সরস্বতী। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বাড়িঘরেও মহা ধুমধামে পূজিত হবেন বাগ্দেবী। তারই পরিপ্রেক্ষিতে শনিবার রাজ্যের বাজারগুলিতে লক্ষ্য করা গেল ক্রেতাদের ঠাসা ভিড়। তিথি অনুযায়ী আগামীকাল এবং সোমবার দু’দিনেই সরস্বতী পুজো। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন বাড়ি ঘরেও সরস্বতী পূজার প্রস্তুতিপর্ব প্রায় শেষের পথে। মৃৎশিল্পীরা প্রতিমা নিয়ে বাজারে হাজির। মূর্তি পাড়ায় মূর্তি আনতে ছাত্র-ছাত্রীসহ অন্যান্যদের ভিড় পরিলক্ষিত হচ্ছে। এরই মধ্যে বাজারে চলে এসেছে ছোট বড় বিভিন্ন আকারের দেবী সরস্বতীর মূর্তি।
শহরের বাজারগুলিতে পরিলক্ষিত হল উপচে পড়া ভিড়। বাগদেবির প্রতিমার পাশাপাশি দেবীকে সাজানোর লক্ষে বাজারের কাপড়ের দোকান, কাগজের মালা, ফলের দোকান, মাটির ঘট, মাটির সরা ইত্যাদি কেনার বেশ ভিড় দেখা গেল বাজারে।
এদিন সংবাদ মাধ্যমকে এক বিক্রেতা জানান গতবারের তুলনায় এবারের চাহিদা একটু বেশি রয়েছে , ক্রেতাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে ব্যাপক উৎসাহ , সর্বমোট এবারের পুজোর বাজার ভালো বলে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি।
Leave feedback about this