জনতার কলম ওয়েবডেস্ক :- আজ বিধানসভায় মণিপুর নিয়ে নিন্দা প্রস্তাব করছে তৃণমূল। তার পালটা বাংলায় নারী নির্যাতন নিয়ে নিন্দা প্রস্তাব আনতে চায় বিজেপি। এমন অবস্থাতেই আজ শুরু হয়েছে বিধানসভা অধিবেশন। প্রথমেই জবাবী ভাষণ পাঠ করছেন মুখ্যমন্ত্রী। আর সেই জবাবী ভাষণে উঠে এল আবাস যোজনা প্রসঙ্গ।ফের একবার আবাস যোজনা প্রকল্পের ক্ষেত্রে রাজনীতির প্রসঙ্গ টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “বাংলার বাড়ির টাকা নিয়ে রাজনীতি করছে কেন্দ্রীয় সরকার। আবাস যোজনার টাকা এখনও গ্রাম বাংলার মানুষরা পাননি। নিরীহ মানুষ গুলোকে নিয়েই চলছে রাজনীতি”।
Leave feedback about this