2024-12-18
agartala,tripura
দেশ

‘বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা উচিত, লাল কেল্লা থেকে বললেন প্রধানমন্ত্রী মোদি

জনতার কলম ওয়েবডেস্ক :- স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লার প্রাচীর থেকে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার কামনা করেছেন।

প্রধানমন্ত্রী মোদি বলেন, প্রতিবেশী দেশ হওয়ায় বাংলাদেশে যা ঘটেছে তা নিয়ে উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। আমি এটা বুঝতে পারি। আমি আশা করছি দ্রুতই সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হবে। বিশেষ করে ভারতের ১৪০ কোটি দেশবাসী সেখানে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্বিগ্ন। ভারত সবসময় চায় আমাদের প্রতিবেশী দেশগুলো সুখ ও শান্তির পথ অনুসরণ করুক। শান্তির প্রতি আমাদের অঙ্গীকার আছে, আমাদের মূল্যবোধ আছে। আগামী দিনে বাংলাদেশের উন্নয়ন যাত্রায় আমাদের সবসময় ভালো উদ্দেশ্য থাকবে কারণ আমরা মানবজাতির কল্যাণের কথা ভাবি।

বাংলাদেশে শেখ হাসিনা সরকার উৎখাতের পর হিন্দুদের ওপর হামলা চালানো হচ্ছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। তবে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শান্তি বজায় রাখার কথা বলেছে।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service