2025-12-23
Ramnagar, Agartala,Tripura
অপরাধ দেশ

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ

জনতার কলম ওয়েবডেস্ক :- বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন এবং দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে আজ নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে একাধিক সংগঠন। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল-সহ বিভিন্ন সংগঠন এই বিক্ষোভে অংশ নেয়।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ হাই কমিশনের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিন স্তরের ব্যারিকেড দিয়ে এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং সেখানে পুলিশ ও আধাসামরিক বাহিনীর মোতায়েন করা হয়েছে।

এদিকে, ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির উপর ভারত সরকার নিবিড় নজর রাখছে। মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের আধিকারিকরা বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগের কথা জানানো হয়েছে।

বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারের কাছে জোরালো আবেদন জানানো হয়েছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service