2024-12-14
agartala,tripura
রাজ্য

বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমনের প্রতিবাদে সরব হলো রাজধানীর সচেতন নাগরিকরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-বাংলাদেশে ভাঙচুর-অগ্নিসংযোগ করা হচ্ছে সংখ্যালঘুদের মন্দির- দেবদেবীর উপরে। আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং বন্ধের দাবিতে সরব সচেতন নাগরিকরা।

শুক্রবার আগরতলা যোগেন্দ্রনগর রেলস্টেশনে তারা জাতীয় পতাকা হাতে প্রতিবাদ কর্মসূচী পালন করেন। সেখান থেকে দাবি জানানো হয় বাংলাদেশী পন্য বর্জনের। পাশাপাশি দাবি জানানো হয়েছে সংখ্যালঘুদের উপরে আক্রমণের ঘটনা বন্ধ করে বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার।

এদিন সচেতন নাগরিকরা দাবি সনদের প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ কর্মসূচীতে শামিল হন। বাংলাদেশী সংখ্যালঘুদের উপরে আক্রমণ, দেবদেবীর মন্দিরে ভাঙচুর বন্ধ নাহলে আগামীতে জোরদার প্রতিবাদ কর্মসূচীর বার্তা দেওয়া হয়।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service