জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্তমানে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুরা। আক্রমণ চালানো হচ্ছে সংখ্যালঘুদের দেব-দেবীর মন্দিরে। কোথাও অগ্নি সংযোগ করা হচ্ছে বলেও অভিযোগ। এমনকি যাদের জাতীয় সঙ্গীতের প্রনেতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
সেই মনিষীকেও এই বর্বররা অপমান করতে ছাড়েনি। ভারতবাসী হিসেবে কোনভাবেই এটা বরদাস্ত করা হবে না বলে সাফ জানান সংস্থার কর্ণধার বিপ্লব কান্তি ভৌমিক। এসব ঘটনা বন্ধের দাবি জানায় শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থা। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবের সামনে শ্রেষ্ঠ ভূবন সামাজিক সংস্থার উদ্যোগে প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়।
Leave feedback about this