2024-12-14
agartala,tripura
অপরাধ রাজ্য

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘুদের হামলার আক্রমনের প্রতিবাদে রাস্তায় নামলো চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পথে নামলো ত্রিপুরা চাকমা স্টুডেন্ট এসোসিয়েশন। তাদের অভিযোগ চলতি মাসের ১৯-২০ তারিখ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘুদের উপর বাংলাদেশ আর্মি ও দুষ্কৃতকারীরা হামলা চালিয়েছে। এর প্রতিবাদ জানিয়ে শনিবার আগরতলা শহরে প্রতিবাদ রেলি করে ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন।

এদিন রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে জড়ো হয় সংগঠনের কর্মী- সমর্থকরা। প্ল্যাকার্ড হাতে নিয়ে সেখান থেকে প্রতিবাদ রেলি বের হয়। প্রতিবাদ রেলি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি ধর্মচন্দ্র চাকমা সহ অন্যান্যরা।

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে ১৯ ও ২০ সেপ্টেম্বরের ঘটনায় প্রায় ৬৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আগরতলা শহরে প্রতিবাদ রেলি। তারা দাবি জানান পার্বত্য চট্টগ্রামে ভারতের অন্তর্ভুক্ত করার। একই সঙ্গে দাবি জানানো হয় সংখ্যালঘুদের উপরে বাংলাদেশে আক্রমণ বন্ধের।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service