জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবসে গোটা ভারতবাসী তথা ত্রিপুরাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন আগরতলা স্থিত বাংলাদেশ সহকারি হাইকমিশনের সহকারি হাইকমিশনার আরিফ মোহাম্মদ| একই সঙ্গে এদিন সহকারী হাইকমিশনার অফিসে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। এই কর্মসূচির অঙ্গ হিসেবে জাতীয় পতাকা অর্ধ নরমিতকরণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের শাহাদত বরণকারী সদস্যদের আত্মার সদগতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীবর্গের বাণী পাঠ করা হয়। পরবর্তীকালে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ , জাতির পিতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্মধারার উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন ও দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।
বিশ্ব
রাজ্য
বাংলাদেশের জাতীয় শোক দিবস পালিত আগরতলায়
- by janatar kalam
- 2023-08-15
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this